অবহেলিত মায়ের অভিযোগ, দুই ছেলের বিরুদ্ধে আদালতের সমন

0

স্টাফ রিপোর্টার ॥ বৃদ্ধ পিতামাতাকে খেতে দেন না ছেলেরা। শুধ্ ুতাই নয়, তাদেরকে মারপিটও করেন ছেলেদের স্ত্রীরা। এ ঘটনায় জোহরা বেগম নামে অসহায় এক বৃদ্ধা সোমবার দুই ছেলের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা করেন। তিনি চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগটি আমলে নিয়ে ওই দুই ছেলের বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। অভিযুক্তরা হলেন, ছেলে লিটন ও ইব্রাহীম। বৃদ্ধা জোহরা বেগমের অভিযোগ, তার দুই ছেলে লিটন ও ইব্রাহীম একই বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। গত ৬ মাস ধরে তারা বৃদ্ধ পিতামাতার কোনো খোঁজখবর নেননা। এমনকী তারা পিতামাতাকে ভরণ পোষণ কিছুই দেননা। এ কারণে জোহরা বেগম ও তার স্বামী হাফিজুর রহমান অর্ধাহারে অনাহারে কোনো প্রকার দিনাপাত করছেন। গত ১৩ ডিসেম্বর বিকেলে অসহায় মা জোহরা বেগম তার ছেলেদের কাছে খাবারের জন্য আকুতি জানান। জবাবে তার ছেলেরা বলেন, তারা খাবার-কাপড় কিছুই দিতে পারবেন না। এসময় ছেলেদের স্ত্রীরা জোহরা বেগমকে বেধড়ক মারপিট করেন। বাধ্য হয়ে অসহায় জোহরা বেগম আদালতের দ্বারস্থ হয়েছেন।