মোল্লাহাটে রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা মুন্সি তানজিল হোসেনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মাহফিল হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোহাম্মাদ আব্দুল্লাহ।