১৫ আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের দৃশ্য যশোর শিল্পকলা একাডেমির মঞ্চে

0

স্টাফ রিপোর্টার ॥ পঁচাত্তরের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সদস্যদের নৃশংস হত্যাযজ্ঞের দৃশ্য দেখলেন নাট্যমুদি দর্শক-শ্রোতা। হত্যাযজ্ঞের ওপর রচিত নাটক ‘৩২ এর ক্রন্দন’-এ ফুটে ওঠে সেই নৃশংসতার একটি খন্ড চিত্র। গতকাল সোমবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর আগ্রহের সাথে নাটকটি উপভোগ করেন। শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের শিক্ষক কামরুল হাসান রিপনের রচনা ও নির্দেশনায় পরিবেশিত নাটকটিতে যশোরের ২৪ জন সাংস্কৃতিক কর্মী অভিনয় করেন। নাটকটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন আব্দুল আফফান ভিক্টর এবং বঙ্গমাতা চরিত্রে অভিনয় করেন রওশন আরা রাসু। তাদের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল চরিত্রে অভিয়ন করে আরিয়ান মুগ্ধ। অন্যান্য চরিত্রে অভিনয় করেন নাসিরউদ্দিন মিঠু, আতিকুজ্জামান রনি, নওরোজ আলম খান চপল, শ্রাবণী সুর, জহির ঈকল নান্নু, শফিকুল ইসলাম পারভেজ, মানস বিশ্বাস, সনি চাকলাদার, নুরুজ্জামান বকুল, রিয়াদ রহমান, রাকিবউদ দৌলা শুভ, দেব দুলাল রায়, সোহানুর রহমান সোহাগ, রাজু হোসেন, জাকির হোসেন, মাসুদ পারভেজসহ অন্যান্যরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন, যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম। এছাড়াও উপভোগ করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাম্মী ইসলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক আলী, আহম্মদ মুকুল, চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক মোস্তফা মাসউদ, কালচারাল অফিসার আবু সালেহ আব্দুল্লাহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু প্রমুখ।