অনলাইন শপিং: নকল ও ভাঙাচোরা পণ‌্য সরবরাহ করছে প্রতারকরা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা পরিস্থিতির কারণে অনলাইনে বেচাকেনা বেড়েছে। এ সুযোগকে কাজে লাগাচ্ছে প্রতারকরা। ফেসবুকে পেজ খুলে নামি কোম্পানির পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিচ্ছে তারা। কেউ অর্ডার করলে সরবরাহ করা হচ্ছে নকল, ভাঙাচোরা ও নিম্ন মানের পণ্য। এরকম তিনটি প্রতারক চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্মকর্তারা। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ‘একটি জিডির সূত্র ধরে রোববার (১৩ ডিসেম্বর) কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম রসুলপুর চাঁদ মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে রকি বিশ্বাস, মোহাম্মদ হেকমত আলী, কচিবুর রহমান, শিমুল মণ্ডল, আনিসুর রহমান ও মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসএ পরিবহনে বুকিংয়ের ২০২টি স্লিপ, ১১৭ জোড়া ব্যবহারের অযোগ্য জুতা, বিভিন্ন মডেলের ভাঙাচোরা মোবাইল ফোন ও ১০টি চার্জার উদ্ধার করা হয়। উল্লিখিত ব‌্যক্তিরা ফেসবুকে দারাজ অনলাইন, দারাজ অনলাইন ৭১, দারাজ অনলাইন শপ, দারাজ এক্সপ্রেস, দারাজ অনলাইন বিডি, গ্যালাক্সি২৪, অনলাইন মোবাইল গ্যালাক্সিসহ বিভিন্ন নামে পেজ খুলে পণ‌্য বিক্রির বিজ্ঞাপন দেয়। কেউ পণ‌্য কেনার জন‌্য অর্ডার করলে শিমুল মণ্ডল ও তার বড় ভাই আশিকুর রহমান সুজন রাজধানীর গাউছিয়া ও নিউ মার্কেটের সামনের ফুটপাত থেকে অর্ডার অনুযায়ী নকল, ভাঙাচোরা, নষ্ট ও নিম্নমানের পণ্য কিনে আনে। রকি বিশ্বাস, আনিসুর রহমান ও মাজহারুল ইসলাম এসব পণ‌্য এসএ পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেয়। ডিবি জানায়, অগ্রিম টাকা দিয়ে পণ্য নিতে রাজি হলেই কেবল অর্ডার কনফার্ম করে প্রতারকরা। কেউ যদি হোম ডেলিভারি চায়, সে ক্ষেত্রে পার্সেল চার্জ ১৫০ টাকাসহ পণ্যের পুরো দাম বিকাশের মাধ্যমে নেয় তারা। টাকা পাওয়ার পর অনেক ক্ষেত্রে তারা পণ্যও পাঠায় না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ক্রেতা যদি অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করে, তাহলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত প্রতারকরা প্রায় চার বছর ধরে অনলাইনে ব্যবসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা নিম্নমানের পণ্য সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করা হবে। অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।