ভারতীয় কারখানায় বিক্ষোভকালে কয়েক হাজার আইফোন চুরি, ক্ষতি ৪৩৭ কোটি

0

লোকসমাজ ডেস্ক॥ভারতের উইসট্রনের আইফোন তৈরির কারখানায় গত শনিবারের শ্রমিক বিক্ষোভে আনুমানিক ৪৩৭ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বিক্ষোভের সময় কয়েক হাজার আইফোন চুরি হয়েছে জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কর্ণাটকের কারখানাটিতে অ্যাপলের জনপ্রিয় আইফোন তৈরি হতো। গত শনিবার বেতন নিয়ে অসন্তোষের জেরে তুমুল বিক্ষোভ শুরু করেন সেখানকার শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভে কারখানাটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও ভারতীয় শ্রম বিভাগের কাছে করা অভিযোগে উইসট্রন দাবি করেছে, তাদের আর্থিক ক্ষতির মূলে রয়েছে কয়েক হাজার আইফোন চুরি, কারখানায় ব্যাপক লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ।
উইস্ট্রনের আইফোন কারখানায় এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন কর্ণাটকের শ্রমমন্ত্রী শিবারাম হেব্বার।
স্থানীয় সরকারের তথ্যমতে, উইসট্রন কর্তৃপক্ষ ও চুক্তিভিত্তিক শ্রমিকদের মধ্যে প্রায় তিন মাস ধরে বিরোধ চলছে। উইসট্রন তাদের কোলার কারখানায় কাজের জন্য ৮ হাজার ৯০০ শ্রমিক ভাড়া করার দায়িত্ব দিয়েছিল ছয়টি সহযোগী প্রতিষ্ঠানকে। সেখানে আরও ১ হাজার ২০০ স্থায়ী শ্রমিক ছিল তাদের।
সরকার পক্ষের দাবি, উইসট্রন ও শ্রমিকদের মধ্যে যোগাযোগের ঘাটতির কারণেই সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
কর্ণাটকের শিল্পমন্ত্রী জগদীশ শেত্তারের কথায়, আমরা শুনেছি, প্রতিষ্ঠানটি (উইসট্রন) ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে অর্থ দিয়ে দিয়েছিল। কিন্তু তারাই শ্রমিকদের বেতন দিতে দেরি করে। এর সত্যতা যাচাই করা হচ্ছে।
আগামী তিনদিনের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য উইসট্রনকে নোটিশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।