বেক্সিমকোর ৬৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

0

লোকসমাজ ডেস্ক॥দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ৬৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।
ডিএসই সূত্র জানায়, বেক্সিমকোর ২ কোটি ১ লাখ ৭৮ হাজার শেয়ার বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৩ টাকায় লেনদেন হয়েছে। বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৭৪২ কোটি ৮৭ লাখ টাকা।
লেনদেনের সেরাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানির ৬৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫৯ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ হাজার ৯১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকা।
এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সদ্য তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানির ৪৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। প্রতিষ্ঠানটির ৪২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে।
এছাড়া এ তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে এসএস স্টিল। কোম্পানিটির কোটি লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ম্যারিকো, রূপালী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, ফরচুন সুজ, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি), প্রভাতি ইন্স্যুরেন্স, আমান ফিড লিমিটেড।