অভয়নগরে ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কাল থেকে

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে ভৈরব নদের জায়গায় অবৈধ স্থাপনা অপসারণে আগামীকাল সোমবার থেকে দু’দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। দৈনিক লোকসমাজসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। সংবাদের সূত্র ধরে এবং নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ভৈরব নদে উচ্ছেদ অভিযানে নামছে বিআইডাব্লিউটিএ’র ‘টাক জাহাজ অগ্রগামী’। বিআইডাব্লিউটিএ সূত্রে জানা গেছে, ভৈরব নদে থাকা অবৈধ স্থাপনাসমূহ অপসারণের জন্য ইতোমধ্যে ঢাকা থেকে আনা হয়েছে টাক জাহাজ অগ্রগামী। সোমবার সকাল থেকে শুরু হবে অবৈধ স্থাপনা অপসারণের কাজ। বিআইডাব্লিউটিএ’র উপপরিচালক শাহ আলম জানান, দু’দিনব্যাপী চলা অভিযানে নদে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযানে ভৈরব নদের তালতলা ঘাট থেকে বসুন্দিয়ার আফরাঘাট পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলবে। বিআইডাব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হবে বলে তিনি জানান।