অভয়নগরে আড়াই বছরেও খোঁজ মেলেনি নির্মাণ শ্রমিক হুমায়ুনের

0

নজরুল ইসলাম মলিক, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বুইকরা গ্রামের বোরহানের ভাটা এলাকার বাসিন্দা, রাজমিস্ত্রী হুমায়ুন কবীর স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাননি বৃদ্ধ মা আমেনা বেগম। শনিবার বিকেলে নিখোঁজ হওয়া রাজমিস্ত্রী হুমায়ুন কবীরের মা, বুইকরা গ্রামের মৃত আমির হোসেন শেখের স্ত্রী ষাটোর্ধ বয়সী আমেনা বেগম জানান, বড় ছেলে হুমায়ুন কবীর তার স্ত্রী বেবী খাতুনকে নিয়ে ২০১৮সালের ৮মার্চ দুপুরে নওয়াপাড়া থেকে তার শ্বশুর বাড়ি খুলনার খালিশপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সেদিন থেকে তার ছেলে হুমায়ুন কবীর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সে বেঁচে আছে, নাকি মারা গেছে, তা কেউ জানে না। নিখোঁজ হুমায়ুন কবীরের স্ত্রী বেবী খাতুন তার শ্বাশুড়িকে জানিয়েছিলেন, খুলনার খালিশপুরের গাবতলা মোড় এলাকায় গিয়ে মিষ্টি কেনার জন্য তার ছেলে (হুমায়ুন কবীর) বেরিয়ে শ্বশুর বাড়িতে আর ফিরে যায়নি। মা জানান, একদিকে ছেলেকে হারিয়েছি, অপরদিকে বৌমা বেবী খাতুন তার স্বামী নিখোঁজ হওয়ায় তাকেসহ তার ছোট দুই ছেলের নামে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ হুমায়ুন কবীরের বোন আরজাহান খাতুন শান্তা জানান, তার ভাই শ্বশুর বাড়ি খালিশপুরে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বিষয়টি সরকারিভাবে তদন্ত করলে সঠিক তথ্য জানা যাবে। জানা যাবে তার ভাই কোথায় রয়েছে, বা কার কী হয়েছে? তবে তার ভাবি বেবী খাতুন বলছেন খালিশপুরের গাবতলা মোড় এলাকা থেকে মিষ্টি কিনতে গিয়ে হুমায়ুন কবীর নিখোঁজ হয়েছেন। বিষয়টি সম্পর্কে নিখোঁজ হওয়া হুমায়ুন কবীরের স্ত্রী বেবী খাতুন মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, খালিশপুরের গাবতলা মোড়ে তাকে রেখে কোথায় যেন চলে যান তার স্বামী হুমায়ুন কবীর। এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তিনি আরও জানান, স্বামী হুমায়ুন কবীরের নিখোঁজ হওয়ার বিষয়টি খালিশপুর এবং অভয়নগর থানা পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, বিষয়টি যেহেতু অনেক দিনের আগের ঘটনা, তাই না জেনে কিছুই বলতে পারছি না। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।