সাংবাদিক ফারাজী আজমলের সহধর্মিণী জিন্নাতুল বাকিয়ার দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেনের সহধর্মিণী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মিরপুর শাখার ম্যানেজার (অপারেশন) ও ভাইস প্রেসিডেন্ট জিন্নাতুল বাকিয়া ছবি’র (৫৮) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বাদ জোহর এক্তারপুর ঈদগাহে তাঁর নামোজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এর আগে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জিন্নাতুল বাকিয়া ছবি তাঁর কিডনি প্রতিস্থাপন করার জন্য ১৫ সেপ্টেম্বর দিল্লি যান। ২২ অক্টোবর দিল্লি অ্যাপোলো হসপিটালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। ২৮ অক্টোবর তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। কিন্তু ১১ নভেম্বর তাঁর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ৮ দিন পর থেকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ১৯ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ ডিসেম্বর তার করোনা নেগেটিভ হয়। কিন্তু এরপর থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং নানা জটিলতা দেখা দেয়। একইসাথে দিল্লির অ্যাপোলো হসপিটালের চিকিৎসায় নানা অনিয়ম দেখা দেয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তার শরীরে জটিলতা বাড়তে থাকে। অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। ১২ ডিসেম্বর মধ্যরাতে তার মরদেহ দেশে এসে পৌঁছায়।