স্থগিত নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ স্থগিত হওয়া যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনের নির্বাচন বাস্তবায়ন ও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। গতকাল রোববার শহরের মনিহার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, করোনার কারণে যশোরের প্রশাসন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। যশোারের প্রশাসন পরবর্তীতে করোনার মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় সংসদ উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদি স্বাস্থ্যবিধি মেনে ওই সকল নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে কেন এই ছোট পরিসরের নির্বাচনের ভোটগ্রহণ করা যাবে না? নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনের মাধ্যমে সংগঠন অনেক গতিশীল হয়। তাই দ্রুত নির্বাচনের কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ একটি দাবিতে আগামী ১৭ তারিখ একই স্থানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। নেতৃবৃন্দ বলেন, এরপরও যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয়, তাহলে ওই কর্মসূচি থেকে কঠোর কর্মসূচি করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাস্তবায়ন ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোর্ত্তজা হোসেন, যুগ্ম আহ্বায়ক, আজিজুল আলম মিন্টু, সেলিম রেজা মিঠু, মিজানুর রহমান মিজু প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের বর্তমান সাংগঠনিক সম্পাদক শেখ হারুন রশিদ ফুলু।