শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি’র কর্মসূচি

0

স্টাফ রিপোর্টার ॥ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয়দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপির তিনদিনব্যাপী কমর্সচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ। সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাসহকারে শংকরপুর বধ্যভূমিতে এ পুষ্পার্ঘ অর্পণ করা হবে। আগামী বুধবার মহান দিবস উপলক্ষে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রসহকারে মনিহারস্থ বিজয় স্মৃতিস্তম্ভে পূষ্পার্ঘ অর্পণ করা হবে। একই দিন সকাল ১১টায় দলীয় কার্যালয়ে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হবে। বিকালে দলীয় কার্যালয়ে নগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন বৃহস্পতিবার সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিকাল ৩টায় বিডিহলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।