মানসিকভাবে ধর্ষণের শিকার কঙ্গনা

0

লোকসমাজ ডেস্ক॥ কৃষক আন্দোলন নিয়ে দুভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড। সানি দেওল, কঙ্গনা রানাউতরা যখন কৃষক আন্দোলন নিয়ে সরকারের পাশে দাঁড়াতে শুরু করেছেন, সেই সময় দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়াংকা চোপড়ারা উলটো সুর গাইতে শুরু করেছেন। যা নিয়ে ইতিমধ্যেই দিলজিৎ-এর সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ শুরু হয়েছে। এরপরই দিলজিৎ-এর ভক্তরা কঙ্গনার বিরোধিতা শুরু করেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় কঙ্গনার বিভিন্ন মিম। দিলজিৎ ভক্তরাই ওই ধরনের মিম শেয়ার করতে শুরু করেন। যার বিরুদ্ধে ফের প্রকাশ্যে মুখ খোলেন কঙ্গনা। তিনি বলেন, কৃষক আন্দোলন নিয়ে দিলজিৎ-এর ভক্তরা যেভাবে তাকে আক্রমণ করছেন, তাতে মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছে তাকে। দিলজিৎ ভক্তরা তাকে মানসিকভাবে ধর্ষণ করছেন বলেও অভিযোগ করেন কঙ্গনা রানাউত। বলিউড কুইনের ওই টুইট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এদিকে বর্তমানে থালাইভির শুটিং করছেন কঙ্গনা রানাউত।