শিরোপার প্রশ্নে জিদানের ফেবারিট আতলেতিকো

0

লোকসমাজ ডেস্ক॥ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগার শিরোপা জেতার লড়াইয়ে যে দুটি দল সবসময় ফেবারিট থাকে, সেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবারের মৌসুমে ভুগলেও আতলেতিকো এখন পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। আজ (শনিবার) যখন মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল-আতলেতিকো, তখনও জয়ের পাল্লা হেলে আছে মাদ্রিদের ‘ছোটদের’ দিকে। এমনকি শিরোপা জেতার প্রশ্নেও রিয়াল কোচ জিনেদিন জিদান ফেবারিট মানছেন ডিয়েগো সিমিওনির দলকে। এবারের লা লিগার পয়েন্ট টেবিলে আতলেতিকো শীর্ষে, আর রিয়ালের অবস্থান চার নম্বরে। মাদ্রিদ ডার্বি জিতলে লস ব্লাঙ্কোদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাবে আতলেতিকো। এস্তাদিও আলফ্রেদো ডি স্তেফানোয় মুখোমুখি লড়াইয়ের আগে দুই দলই নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ধুঁকতে থাকা রিয়াল গ্রুপসেরা হয়েই উঠেছে শেষ ষোলোতে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের সঙ্গে একই গ্রুপে থাকা আতলেতিকো হয়েছে দ্বিতীয়। তবে লা লিগায় সিমিওনির দল সবাইকে ছাড়িয়ে। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের সঙ্গে তাদের ব্যবধান ১ হলেও খেলেছে দুই ম্যাচ কম। রিয়াল এক ম্যাচ বেশি খেললেও এখনই পিছিয়ে ৬ পয়েন্টে। তাই মাদ্রিদ ডার্বির আগে জিদানের কাছে ফেবারিট বিষয়ে প্রশ্ন আসতেই আতলেতিকোকে এগিয়ে রাখলেন। রিয়াল কোচের কাছে প্রশ্ন ছিল, এবারের মৌসুমে কি আতলেতিকো ফেবারিট? ফরাসি কিংবদন্তির উত্তর, ‘হ্যাঁ, নিশ্চিতভাবেই। তারা সেটা মাঠেই দেখাচ্ছে। তারা সবকিছুই দুর্দান্ত করছে এবং ভীষণ লড়াই করছে। ওরা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। এখন তারাই শীর্ষে আছে (পয়েন্ট টেবিলে)।’ রিয়াল অবশ্য শিরোপা নিয়ে ভাবছে না। প্রত্যেক ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে চলছেন জিদান, ‘আমরা প্রত্যেক ম্যাচেই দেখাতে চাই আমরা কেমন দল এবং সেটা শিরোপার চিন্তা মাথায় না রেখে। আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই এবং লড়াই করতে চাই।’