রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ভারতের উভয় সংকট

0

লোকসমাজ ডেস্ক॥ ‘যুক্তরাষ্ট্রের কাছে চীন বিরোধিতার অস্ত্র হয়ে উঠছে ভারত’ সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন মন্তব্য বিতর্ক তৈরি করেছে। কূটনৈতিক শিবিরের মতে, বিষয়টি ভারতের কাছে উভয় সংকটের মতোই। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জোট বজায় রাখা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া ভূকৌশলগত বিশ্বের বাস্তবতার মধ্যে পড়ে। অন্যদিকে প্রাচীন মিত্র রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। রাশিয়াই চীনের সঙ্গে ভারতের সম্পর্ককে জোড়া লাগানোর জন্য গত কয়েক মাস ধরে পেছন থেকে কাজ করে চলেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের জবাব সতর্কভাবে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। মস্কোর সঙ্গে ভারতের বিশেষ কৌশলগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেছেন, আশা করব আমাদের সব বন্ধুরা বুঝবেন এবং মনে রাখবেন ভারতের পররাষ্ট্রনীতি স্বাধীন এবং তা জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের সম্পর্কও স্বাধীন এবং তা কোনো তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেন অনুরাগ শ্রীবাস্তব।