যশোরে মাদক চোরাচালান ও সেবন বাড়ছে : অভিভাবকমহল উদ্বিগ্ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মাদক চোরাচালান ও সেবন বেড়েছে। উঠতি বয়সের তরুণরা জড়িয়ে পড়ছে এর সাথে। ফলে, অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যশোরের বিভিন্ন অঞ্চলে ক্রসফায়ারে মাদক ব্যবসায়ী নিহত হওয়ার পর ব্যবসা কমে যায়। বর্তমানে বেড়ে গেছে। নতুন নতুন ব্যবসায়ী এতে যুক্ত হয়েছে। বেকার আলস প্রকৃতির যুবকরা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। এদের পেছনে রয়েছে প্রভাবশালী লোকজন। পুলিশকে ম্যানেজ করে তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিজিবি সদস্যরা সীমান্তে পাহারায় থাকলেও রহস্যজনকভাবে তাদের চোখ এড়িয়ে মাদকদ্রব্য আসছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও রহস্যজনক। পুলিশ চোরাচালানিদের মধ্যে রয়েছে ভাল সম্পর্ক। রাত থেকে ভোর পর্যন্ত চলে মাদকের চোরাচালান ও বিভিন্ন এলাকায় বসে মাদকসেবীদের আড্ডা। এ অবস্থা চলছে গ্রাামের নিভৃত অঞ্চলেও। বাঁশ বাগান, মেহগনি বাগান, ফাকা মাঠে চলে ফেনসিডিল খাওয়ার মহোৎসব। শহরাঞ্চল থেকে উঠতি বয়সী যুবকরা মাদক সেবনে চলে যায় গ্রামে। সীমান্ত এলাকা ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। যশোরের ঝিকরগাছা, চৌগাছা, মনিরামপুর, শার্শা, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলকায় চলছে এ কারবার। যা নিয়ে অভিভাবকদের ভেতর ক্ষোভের সৃষ্টি হয়েছে।