যশোর করোনারি কেয়ার ইউনিটে মারা গেলেন করোনা রোগী

0

স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ সংক্রমণের রিপোর্ট আসার পর ১৬ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলেন যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কুদরত গনি খান রথি (৬৬)। যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃতের পারিবারিক সূত্র জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪টার দিকে নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল। এরপর তার মৃত্যু হয়। গত ৮ ডিসেম্বর তিনি নমুনা পরীক্ষা দিয়েছিলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে নমুনা পরীক্ষা শেষে শুক্রবার সকাল ৮টার ভেতর কুদরত গণি খান রথি’র করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তার মৃত্যুর পর মরদেহ বাসায় নেয়া হয়। বাদজোহর জেলরোড মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে ঘোপ কবরস্থানে দাফন করা হয়েছে। শহরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় শরিক হন। এর ৪০দিন আগে তার বড় ভাই শামছের গণি খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল ছিল শামছের গণি খানের কুলখানি। মৃতের ছোট ভাই বাসস ও বাংলাদেশ বেতারের যশোর প্রতিনিধি সাজ্জাদ গণি খান রিমন জানিয়েছেন, রথি’র মৃত্যুর কারণে বড় ভাই’র কুলখানি বাতিল করা হয়েছে। এ নিয়ে যশোরে করোনায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। যশোর সদরে ৪২ জন, অভয়নগরে, ৪ জন, শার্শা, কেশবপুর ও চৌগাছায় ২ জন করে ৬ জন এবং বাঘারপাড়ায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোরের বাইরে এ জেলার ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫শ ২২ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ১শ ৯১ জন।