গাঁজা সেবনের প্রতিবাদ করায় যুবককে মারধর একজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পূজা মন্দিরের বারান্দায় গাঁজা সেবনে নিষেধ করায় মিঠুন দেবনাথ (৩০) নামে এক যুবককে মারপিট করেছে মাদকসেবীরা। সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনকে শুক্রবার দুপুরে আটক করেছে। জঙ্গলবাঁধাল গ্রামের জীতেন দেবনাথের ছেলে আনন্দ দেবনাথের অভিযোগ, একই গ্রামের বিষ্ণু দেবনাথের ছেলে চন্দন দেবনাথ (২৬), শহিদুল ইসলামের ছেলে রাশেদ (২৬) ও মৃত আবু হানিফ মোল্যার ছেলে হাফিজুর রহমান (২৩) স্থানীয় পূজা মন্দিরের বারান্দায় বসে গাঁজা সেবন করে থাকেন। তার ভাই মিঠুনসহ এলাকার লোকজন এ বিষয়ে প্রতিবাদ করেন। এ কারণে তারা তার ভাইকে হুমকি ধামকি দেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মিঠুন জঙ্গলবাঁধাল স্কুলের মাঠ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গ্রামের আব্দুল লতিফের বাড়ির সামনে পৌঁছালে উল্লিখিতরা তার গতিরোধ করেন। তারা এ সময় তাকে মারপিটে জখম করেন এবং কাছে থাকা ১৭ হাজার টাকা কেড়ে নেন। পরে মিঠুনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায়, মিঠুনকে মারপিটের ঘটনায় চন্দন, রাশেদ ও হাফিজুরের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন আহতের ভাই আনন্দ দেবনাথ। শুক্রবার দুপুরে এজাহারভুক্ত আসামি হাফিজুরকে স্থানীয় জঙ্গলবাঁধাল বাজার থেকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।