যশোরে ইমামের চুরি যাওয়া সাইকেলসহ চোর আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মসজিদের ইমামের বাইসাইকেল চুরির ঘটনায় হানিফ হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়া হয়। পরে তাকে পুুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক হানিফ হোসেন হামিদপুর দক্ষিণপাড়ার মৃত ইসহাক আলী হাওলাদারের ছেলে। সদর উপজেলার কাশিমপুর উত্তর-পূর্বপাড়া মসজিদের ইমাম আব্দুল মোমিনের অভিযোগ, গত বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে তার সবুজ রঙের হিরো বাইসাইকেলটি মসজিদের বারান্দায় তালা লাগিয়ে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বারান্দায় এসে দেখেন বাইসাইকেলটি নেই। ফলে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানিয়ে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মধুগ্রামের জিল্লুর রহমানের মুদি দোকানে যান। এ সময় দেখতে পান, তার বাইসাইকেলটি হানিফ হোসেন নামে ওই ব্যক্তি চালিয়ে আসছেন। সাথে সাথে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় তিনি কোতয়ালি থানায় মামলা করেছেন।