বাঘারপাড়ার নৌকা সমর্থক টিটোর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপের্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত খালেদুর রহমান টিটোর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার বিকোলে প্রেস কাব যশোরের সামনে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানবন্ধন হয়। নিহত খালেদুর রহমান টিটো ঐ ইউনিয়নের বেতালপাড়া গ্রামের মুন্তাজ উদ্দিনের ছেলে। তিনি উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের সমর্থক ছিলেন।
মানববন্ধনে এলাকাবাসী টিটোর ‘হত্যাকারী’ দিলু পাটোয়ারী ও তার ভাই নূর মোহাম্মদ পাটোয়ারীর ফাঁসির দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন, নিহত টিটোর ভাই বদর উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, আব্দুল্লাহ রানা। এ সময় মানবন্ধনে নিহতের এলাকার ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। গত ৯ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর সমর্থক খ লেদুর রহমান টিটোকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীন মোহাম্মদ দিলু পাটোয়ারীর সমর্থকরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পর (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, নির্বাচনী সহিংসতায় খালেদুর রহমান টিটো হত্যা ঘটনায় স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) দিলু পাটোয়ারী ও তার ভাই নূর মোহাম্মাদ পাটোয়ারীসহ ১৭ জনকে মামলায় আসামি করা হয়েছে। নিহতের ভাই বদর উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে বাঘারপাড়া থানায় এ মামলা করেন। এছাড়া অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের শাহ আলমের ছেলে বাবু (৩২) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত টিটোকে ময়নাতদন্ত শেষে দাফন করেছে তার পরিবার। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ আসামিদের ধরতে অভিযান অব্যহত রেখেছে বলে জানান তিনি।