ফুলতলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন-মাস্ক বিতরণ

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ‘এসো মিলি রক্তের টানে’ এই শ্লোগানকে সামনে রেখে ফুলতলার বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় বেজেরডাঙ্গা রেলস্টেশন চত্বরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিহাব উদ্দিন ওমর এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসকাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী রাজু, ইউপি সদস্য ফেরদাউস মোল্যা, সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, আবু সাঈদ আকাশ, আজিজুল শেখ, মুক্তার হোসেন, মফিজুর রহমান, টেকনোলজিস্ট এস এম পলাশ, আবু সাঈদ, মুস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, বশির আহমেদ, সাদ্দাম হোসেন প্রমুখ। এ সময় এলাকার ৩ শতাধিক সাধারণ মানুষকে ব্লাড গ্রুপিং ও মাস্ক বিতরণ করা হয়।