সাংবাদিক রিমন খাঁনের ভাইয়ের মৃত্যুতে শোক

0

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর সাবেক সভাপতি সাজ্জাদ গনি খাঁন রিমনের ভাই, সাপ্তাহিক পাঠকের কথার সম্পাদক কুদরত এ গণি খান রথির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজেদ রহমান, সহসভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর এবং জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন এবং নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস। একই সাথে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি