কোহলিদের বিপক্ষে প্রথম টেস্টেও ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। যে কারণে শেষ ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি অস্ট্রেলিয়া দলের এই ওপেনার। ওয়ার্নারের অনুপস্থিতিতে শেষ ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে স্বাগতিকরা। যদিও শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে কোনোমতে সম্মান বাঁচিয়েছে অ্যারোন ফিঞ্চের দল। তবে অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ আরও দীর্ঘায়িত হলো। এবার জানা গেলো, গ্রোইন ইনজুরির কারণে অ্যাডিলেডে প্রথম টেস্টেও খেলতে পারবেন না এই অসি ওপেনার। তাকে না পেলে তো নিশ্চিতই ভারতের বিপক্ষে ভুগতে হবে স্বাগতিকদের। ওয়ার্নার না থাকার কারণে একটা সুযোগ পাচ্ছেন জো বার্নস। তাকে সুযোগ দেয়া হচ্ছে সিডনিতে চারদিনের ডে-নাইট প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণ করার। কারণ, বেশ কিছুদিন ধরেই অফফর্মের মধ্যে রয়েছেন এই ব্যাটসম্যান। এখনও কোনো টেস্ট না খেলা উইল পুকোভস্কিরই এ ফাঁকে একটা সুযোগ মিলে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্যুর ম্যাচে কনকাশনের শঙ্কায় পড়ার কারণে তাকে নিয়ে নিশ্চিত হতে পারছে না অসি টিম ম্যানেজমেন্ট। জো বার্নসের ফর্মহীনতার কারণে কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং নির্বাচক ট্রেভর হোন্স ও জর্জ বেইলি চিন্তা করছেন উসমান খাজা কিংবা শন মার্শকে স্কোয়াডে ফিরিয়ে আনার। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা অ্যাডিলেড টেস্ট। ওয়ার্নার তো এই টেস্টে খেলতেই পারছে না। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তিনি খেলতে পারবেন কি না এখনও ঠিক বলা যাচ্ছে না। কারণ, এ বিষয়ে এখনও টিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি।