বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রীর করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার॥ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত এক বাংলাদেশি পাসপোর্টধারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ১৯ নভেম্বর স্ত্রীর চিকিৎসার জন্য তিনি ভারত যান। সাতক্ষীরা সদরের বাসিন্দা তিনি। বাংলাদেশে ফেরার শর্তে করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে আনতে হবে এ নির্দেশ জারির পর ভারতের একটি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে গেলে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তার রিপোর্ট পজিটিভ আসে। দুপুরে সার্টিফিকেট নিয়ে তিনি চেকপোস্টে এলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশে সোপর্দ করে। পরে তাকে বিশেষ নিরাপত্তায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মেডিকেল অফিসার উত্তলা বিশ্বাস জানান, এক বাংলাদেশি করোনা পজিটিভ হওয়ায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশনে সোপর্দ করে। তার সঙ্গে থাকা ছাড়পত্রে করোনা পজিটিভ লেখা রয়েছে। পরে ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফেরত আসা করোনা পজিটিভ পাসপোর্টধারী যাত্রীকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। এদিকে যাত্রীর শরীরে করোনা পজিটিভ খবরে মুহূর্তে ইমিগ্রেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ফলে নড়ে চড়ে বসেন স্বাস্থ্যকর্মীরা।