বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর নামের বানান ভুল, রেজিস্ট্রারকে শোকজ

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামের বানান ভুল করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফকে শোকজ করেছে কর্তৃপক্ষ। বুধবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসির পিএস উপরেজিস্ট্রার আইয়ূব আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। উপরেজিস্ট্রার আইয়ুব আলী বলেন, উপাচার্যের নির্দেশক্রমে তাকে শোকজ লেটার পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ২০২০-২১ সালের ডেস্ক ক্যালেন্ডারের বর্ডারের রঙ চূড়ান্তের জন্য উপাচার্যের কাছে উপস্থাপন করেন। এ সময় উপাচার্য ক্যালেন্ডারের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ রাসেলের নামের বানান ভুল দেখতে পান। এমন ভুল অনভিপ্রেত উল্লেখ করে আগামী সাত দিনের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখাপূর্বক জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, গতকাল দুপুরে কে যেন আমার অফিসের টেবিলে শোকজ লেটারটি রেখেছিল। আমি অফিসে গিয়ে সেটি হাতে পাই। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনার উপযুক্ত জবাব দেব।