সবার জন্য করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের দাবি আসকের

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের সব নাগরিকের জন্য করোনাভাইরাসের টিকাপ্রাপ্তি নিশ্চিত করা, বৈষম্যবিরোধী আইন দ্রুততার সঙ্গে অনুমোদন করাসহ ১২ দফা দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আন্তর্জতিক মানবাধিকার দিবস উপলক্ষে সংস্থাটির উদ্যোগে ঢাকার আসাদগেট সংলগ্ন মিরপুর রোডে মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন ও মৃত্যু, গুম, অপহরণ, মতপ্রকাশের অধিকার খর্ব করা, ক্রমবর্ধমান ধর্ষণ, হত্যাসহ নারী ও শিশুনির্যাতনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং দেশের সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার জন্য ১২ দফা দাবি উত্থাপন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত এবং সম্পৃক্তদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শাস্তি প্রদান করতে হবে। তারা বলেন, এ পর্যন্ত সংঘটিত সব গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় বাহিনীকে আটক বা গ্রেফতারের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। আসকের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার অভিযোগ আমলে নিয়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নারী ও শিশুর ওপর সহিংসতা বন্ধে কার্যকর সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কর্মসূচি জোরদার করা, গণমাধ্যম ও নাগরিকদের মতপ্রকাশের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক ডিজিটাল নিরাপত্তা আইনে অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন আনা, ধর্মীয় সংখ্যালঘুদের নিজ বিশ্বাস ও রীতি চর্চার অধিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিবন্ধী, ইনডিজেনাস, দলিত, তৃতীয় লিঙ্গ, অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী ও চা বাগানে কর্মরত শ্রমজীবী মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের পূর্ণ চর্চা নিশ্চিত করা। মানববন্ধনে আসকের সিনিয়র উপ-পরিচালক নিনা গোস্বামী, সিনিয়র সমন্বয়কারী, আবু আহমেদ ফয়জুল কবির, দিলীপ পাল, সমন্বয়কারী রোকনুজ্জামান, সহ-সমন্বয়কারী অণির্বান সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।