বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এবং স্বাধীনতার চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে শরণখোলার সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি)। বুধবার দুপুরে স্থানীয় প্রেসকাবের সামনে সড়কে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনটির সমন্বয়কারী ইসমাইল হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তাসহ অন্যান্যরা। বক্তারা ধর্মের নামে রাজনীতি বন্ধ, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মদদ দাতাদের বিচার এবং মৌলবাদীদের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।