যশোর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি মুনির ও সম্পাদক বাবুল

0

স্টাফ রিপোর্টার॥্ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার নির্বাচনে মনিরুজ্জামান মুনির সভাপতি ও নূর ইমাম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার অনুষ্ঠিত ভোটে তারা যথাক্রমে গালিব হাসান পিল্টু ও এমআর খান মিলনকে পরাজিত করেন। নির্বাচন কমিশনের অন্যতম সদস্য শহিদ জয় জানান, সংগঠনের ১৬ সদস্যের সবাই ভোট দেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। বেলা ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রেসকাব যশোর কনফারেন্স রুমে ভোটদানের সময় নির্ধারিত ছিল।
সভাপতি পদে বর্তমান সভাপতি মনিরুজ্জামান মুনির নয় ভোট পেয়ে পুননির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু পান ছয় ভোট। সাধারণ সম্পাদক পদে নূর ইমাম বাবুল নয় ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এমআর খান মিলন পান ছয় ভোট। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে এম আর মোহন আট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী মোর্তুজা সিদ্দিকী শ্যামল পেয়েছেন সাত ভোট। এর আগে তিনটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনজন। নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন প্রেস কাব যশোরের সভাপতি ও সম্পাদক যথাক্রমে জাহিদ হাসান টুকুন ও আহসান কবীর। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নয়া কমিটি ফটো সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট হবেন। এছাড়া নব নির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহ সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর এবং জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক এই অভিনন্দন জানান। পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য গোপীনাথ দাস।