মোরেলগঞ্জে রোকেয়া দিবসে চার জয়িতাকে সংবর্ধনা

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে মানববন্ধন, জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা চত্বরে মানববন্ধনের পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় উপজেলা সভাকক্ষে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়েজনে সভায় বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, জয়িতা পারুল বেগম, মমতা রানী তারা । সভা শেষে বিভীষিকাময় জীবন কাটিয়ে নতুন উদ্যোমে জীবন গঠনে বিশেষ ভূমিকা রাখায় চার জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এরা হলেন,উত্তর সুতালড়ী গ্রামের বিজলী রানী, আলতিবুরুজবাড়িয়া গ্রামের আলেয়া বেগম,বানিয়াখালী গ্রামের মমতা রানী ও তারা বেগম ।