আজ যশোরের বাঘারপাড়া ও সদর উপজেলা পরিষদের ২ পদে উপনির্বাচন

0

বিএম আসাদ ॥ আজ ১০ ডিসেম্বর যশোরের বাঘারপাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান এবং যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগসহ ৩ জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম কাজলের মৃত্যুজনিত কারণে তাঁর পদ শূন্য হয়। সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা পরিষদের চেয়ারম্যান নির্বাচন হওয়ায় তার পদটি শূন্য হয়। এ প্রেক্ষাপটে দুটি উপজেলায় ভোটগ্রহণ করা হচ্ছে। ১শ ৩৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ ২শ ৩৮ ভোট কেন্দ্রে ভোটগ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার ভিডিপিসহ প্রায় ১০ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। তবে অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীগণ হলেন, বিএনপি’র “ধানের শীষ” প্রতীকের মোঃ শামসুর রহমান, আওয়ামী লীগ ‘নৌকা’ প্রতীকে ভিক্টোরিয়া পারভীন সাথী এবং স্বতন্ত্র “আনারস” প্রতীকের রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ। এ উপজেলায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট কেন্দ্র হচ্ছে ৬৩টি ভোট কেন্দ্রে স্থায়ী-অস্থায়ী মিলে ৪শ ২৪টি কক্ষে ১ লাখ ৭৩ হাজার ৭শ ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। এর ভেতর ৮৭ হাজার ৩শ ৩১ জন পুরুষ, ৮৬ হাজার ৪শ ৪৮ জন মহিলা ভোটার রয়েছেন। যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২ জন। তারা সকলেই আওয়ামী মহিলালীগের নেতা। প্রার্থীদ্বয় হলেন, হাঁস প্রতীকের সেতারা খাতুন ও ‘কলস’ প্রতীকের জ্যোৎস্না আরা বেগম। এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ১শ ৭৫টি ভোট কেন্দ্রে ১ হাজার ৩শ ১৩টি ভোটের কক্ষ করা হয়েছে। ২ লাখ ৮০ হাজার ৬৪ জন পুরুষ ও ২ লাখ ৮০ হাজার ৫শ ৩ জন মহিলা মিলে মোট ৫ লাখ ৩ জন মহিলা মিলে মোট ৫ লাখ ৬০ হাজার ৫শ ৬৭ জন ভোটার রয়েছেন। এ উপজেলায় ১শ ৭৫টি ভোট কেন্দ্রে ১ হাজার ৩শ ১৩টি ভোট কক্ষে ৪ হাজার শ ১৪জন কর্মকর্তা ভোটগ্রহণ করবেন।