ছাত্রদল নেতা পলাশের ৭ম হত্যাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কবির হোসেন পলাশের সপ্তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ। কবির হোসেন পলাশের সপ্তম হত্যাবার্ষিকী উপলক্ষে শহরের ঈদগাহ মোড়ে নির্মিত তার স্থপতি স্তম্ভে জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কারবালা কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন।

জেলা ছাত্রদলের আয়োজনে তার আত্মার মাগফিরাত কামনায় বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কুয়াশা পলাশ স্মৃৃতি সংসদের উদ্যোগে ঈদগাহ মোড়ে দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়। এছাড়াও কবির হোসেন পলাশের বোন ফারহানা ইয়াসমিন শহরের কাজীপাড়াস্থ বাসভবনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান শামীম, রবিউল ইসলাম টিপু, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন লিটন প্রমুখ।