মনিরামপুর থানা ও পৌর বিএনপির বর্ধিত সভায় অ্যাড.শহীদ ইকবালকে মেয়র প্রার্থী মনোনিত

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর(যশোর)॥ আসন্ন পৌরসভা নির্বাচনে যশোরের মনিরামপুরে দলীয় প্রার্থী নির্ধারণ করতে বুধবার থানা ও পৌর বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে থানা বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে। দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে এ যৌথ বর্ধিত সভা। থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, হাজী শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, রোহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমান, ঝাপা ইউপি সভাপতি আলাউদ্দিন আহমেদ, হরিহরনগর ইউপি সভাপতি উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার,কাশিমনগর ইউপি সভাপতি চেয়ারম্যান জিএম আহাদ আলী, ঢাকুরিয়া ইউপি সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, নেহালপুর ইউপি সাধারণ সস্পাদক চেয়ারম্যান নজমুস সাদত, মনোহরপুর ইউপি সভাপতি আকতার ফারুক মিন্টু, শ্যামকুড় ইউপি সভাপতি মোশাররফ হোসেন ছাড়াও প্রতি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জানান, যৌথ বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনের নাম চুড়ান্ত করা হয়েছে।