কচুয়ায় স্ব মহিমায় উজ্জ্বল দৃষ্টান্ত পাঁচ জয়িতার

0

কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা ॥ কচুয়া উপজেলায় স্ব মহিমায় উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন পাঁচ জয়িতা। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এর আওতায় সফল নারী হিসেবে রীতা রানী দেবনাথ, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে আরতী রানী সাহা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে আনজুমান আরা, পারিবারিক নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে এগিয়ে যাওয়া নারী সেলিনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মিনারা আরজু হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজেনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি কর্মকর্তা লাভলী বেগম, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, কচুয়া প্রেস কাবের সাধারণ সম্পাদক কাজী সাআদুজ্জামান সাইদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।