নারীরা কর্মক্ষেত্রে ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয় : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বেগম রোকেযা সংগ্রামের মাধ্যমে নারীদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। অথচ, সেই নারীরা আজ চরম নির্যাতন বঞ্চনার শিকার। তারা যেমন কর্মক্ষেত্র ব্যাপক অনিরাপদ ও বৈষম্যের শিকার তেমনি ঘরে-বাইর সবখানে নির্যাতনের শিকার।
গতকাল বুধবার জেলা মহিলা দলের মহান বিজয় দিবস ও বেগম রোকয়ো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আজ ঘর থেকে কোন নারী বের হলে ইজ্জত সম্ভ্রম নিয়ে ফিরতে পারছেন না। রাস্তাঘাটে কর্মক্ষেত্রে সবখানে বিভিন্নভাবে হেনস্তা এমনকি যৌন হয়রানির শিকার হচ্ছেন তারা। সমাজ রাষ্ট্র নারীদের জন্যে কতোটা নিরাপদ সেটা নিত্যদিনের ঘটনা দেয়। বেগম রোকেয়া প্রসঙ্গে তিনি বলেন, তখনকার বয়াবহ রক্ষণশীল সমাজের মধ্যে থেকে তিনি নারীদের জন্যে লড়াই সংগ্রাম করে গেছেন। নিজে ঘর থেকে বেরিয়ে আন্দোলনের মাধ্যমে নারীদের পরাধীনতার শৃঙ্খলমুক্ত করেছিলেন। পরিবারের কাছে নিগৃহীত হয়েও নারীদের লেখাপড়ার জন্যে কাজ করেছেন। তিনি আমৃত্যু পর্যন্ত নারীদের জন্যে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। বেগম রোকেয়া তাঁর লেখনিতে নারীর স্বাধীনতার মুক্তি ও মুক্ত চিন্তার কথা লিখে গেছেন। মহান বিজয় দিবস প্রসঙ্গে অধ্যাপক নার্গিস বেগম বলেন, ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা। মুক্তিযুদ্ধে নারীর অবদান অনস্বীকার্য। অথচ দুঃখজনক হলেও সত্য যে স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা শৃঙ্খলিত। আজ দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন ভুলুণ্ঠিত, মানবাধিকার পর্যুদস্তু ভোটাধিকার লুন্ঠিত। স্বাধীনতা তখনই অর্থবহ হয়, যখন দেশে গণতন্ত্র থাকে, আইনের শাসন থাকে, মানুষের স্বাধীনভাবে কথা বলা ও মত প্রকাশের সুযোগ থাকে। এর কোনটিই আজ নেই। তাই বিজয়ের মাসে ভোটাধিকার প্রতিষ্ঠা বাক-স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে। এর আগে মহিলাদল নেতৃবৃন্দ অধ্যাপক নার্গিস বেগমকে ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন। আলোচনা সভায় জেলা মহিলা দলের সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা জোসনা আলীম, আইন বিষয়ক সম্পাদিকা অ্যাড. মাহমুদা খানম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, মহিলা দলনেত্রী মনোয়ারা মোস্তফা, সাবিহা সুলতানা, আনোয়ারা পারভীন আনু প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা শামসুন্নাহার পান্না ও কোতয়ালি থানা মহিলা দলের যুগ্ম সম্পাদিকা সেলিনা পারভীন শেলি।