দিল্লিতে সর্বোচ্চের পথে পেট্রলের দাম

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বাড়তে শুরু করেছে। টানা ছয় কার্যদিবস বাড়তি থাকার মধ্য দিয়ে জ্বালানি পণ্যটির দাম ২০১৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চে অবস্থানে উন্নীত হওয়ার পথে রয়েছে। যদিও গতকাল দিল্লিতে পেট্রলের দাম আগের দিনের তুলনায় কিছুটা কমে এসেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও বিজনেস লাইন।
গত রোববার দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৮৩ দশমিক ৪১ রুপি (ভারতীয় মুদ্রা)। সোমবার জ্বালানি পণ্যটির দাম বেড়ে দাঁড়ায় লিটারপ্রতি ৮৩ দশমিক ৭১ রুপিতে, যা আগের দিনের তুলনায় লিটারপ্রতি দশমিক ৩০ রুপি বেশি। যদিও গতকাল দিল্লিতে প্রতি লিটার পেট্রল ৮২ দশমিক ৩৪ রুপিতে বিক্রি হয়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, গতকাল কমলেও টানা ছয় কার্যদিবস ধরে দিল্লিতে পেট্রলের দাম বাড়তির দিকে ছিল। এর আগে ২০১৮ সালের ৪ অক্টোবর ভারতের রাজধানীতে প্রতি লিটার পেট্রলের সর্বোচ্চ দাম ৮৪ রুপি উঠেছিল। মূল্যবৃদ্ধির প্রবণতা দীর্ঘমেয়াদে বজায় থাকলে আগামীতে দিল্লিতে জ্বালানি পণ্যটির দাম ২০১৮ সালের সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
দিল্লিতে সোমবার প্রতি লিটার ডিজেল ৭৩ দশমিক ৮৭ রুপিতে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় লিটারে দশমিক ২৬ রুপি বেশি। আগের দিন প্রতি লিটার ডিজেল ৭৩ দশমিক ৬১ রুপিতে বিক্রি হয়েছিল।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে ভারতের অয়েল মার্কেটিং কোম্পানিজ (ওএমসিএস) পেট্রল ও ডিজেলের দাম হালনাগাদ করে। এর অংশ হিসেবেই দিল্লিসহ ভারতের মেট্রোপলিটন শহরগুলোয় জ্বালানি পণ্য দুটির দাম বাড়ানো হয়েছে। এর পেছনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধিকে চিহ্নিত করা হয়েছে।