দর্শনা চিনিকলে দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারী কর্মবিরতি পলিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ দর্শনায় দ্বিতীয় দিনের মতো চলেছে চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখচাষি ফেডারেশনের কর্মবিরতি ও বিােভ সমাবেশ। চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখচাষি ফেডারেশন এই কর্মসূচি ঘোষণা করে। ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা এই কর্ম বিরতিসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালিনা করছে।
এ উপলে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল চত্ত্বরে ৭ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি শুরু করছে। কর্মসূচি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। গতকালও এই সমাবেশ ও বিােভ মিছিলে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা স্বতঃস্ফুর্তভাবে এতে অংশ গ্রহণ করেন। এ সময় অংশ গ্রহণকারীরা মিলের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ ও দর্শনা শহরে বিক্ষোভ মিছিল করেন। মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সহসভাপতি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, শ্রমিক নেতা মনিরুল ইসলাম প্রিন্স, ফিরোজ আহামেদ সবুজ, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম,সাবেক সহসভাপতি ফারুক আহমেদ, আখচাষি ফেডারেশনের সভাতি আব্দুল হান্নান, সহসভাপতি ওমর আলী প্রমুখ।