যশোরের তিন উপজেলায় ইয়াবাসহ আটক ৪

0

স্টাফ রিপোর্টার॥ গতকাল যশোর শহর, অভয়নগর ও চৌগাছা উপজেলা থেকে ইয়াবাসহ চার জনকে আটক করেছে পুলিশ। যশোর শহরের বেজপাড়া থেকে রেজাউল ইসলাম সোহাগ ও রোকেয়া বেগম নামে এক নারীকে একশ পিস ইয়াবাসহ আটক করেছ র‌্যাব সদস্যরা। মঙ্গলবার সকালে সোহাগের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় র‌্যাব যশোর ক্যাম্পের সদস্যরা কোতয়ালি থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেছে। আটক রোকেয়া বেগম কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা এলাকার মৃত এজাহার মল্লিকের মেয়ে। এছাড়া পৃথক অভিযানে ব্যার সদস্যরা অভয়নগর নগর থেকে সোহেল নামে আরো একজনকে ইয়াবাসহ আটক করে। র‌্যাব যশোর ক্যাম্পের কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান,সোহাগকে হাতেনাতে ইয়াবা ও একজন মহিলাসহ আটক করা হয়েছে। অন্যদেরও আটক করা হবে। তিনি আরো জানান, গতকাল অভয়নগর উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সে উপজেলার বুইকড়া গ্রামের মৃত মোবারক ভূঁইয়ার ছেলে।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় ইয়াবা ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের একটি দল পৌরসভাধীন বাকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তারা বাকপাড়া গ্রামের দুখু বিশ্বাসের ছেলে আরিফ হোসেন (৩২) কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এছাড়া পুলিশ পুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুড়াপাড়া গ্রামের মৃত আফতাব মন্ডলের ছেলে রেজাউল করিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক সংক্রান্ত আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজিব। আটক দু’জনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।