সাংবাদিক জিয়াউল হকের মায়ের মৃত্যু, শোক

0

স্টাফ রিপোর্টার॥ বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি ও যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর নির্বাহী কমিটির সদস্য জিয়াউল হকের মাতা ফিরোজা বেগম (৬৬) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর শুক্রবার ভোরে নিজ বাসভবনে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাকে যশোরের কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন রাতেই তাকে ঢাকায় নিয়ে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। জিয়ার মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর টেলিভিশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
আলাদা বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সহসভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর এবং নির্বাহী সদস্য শফিক সায়ীদ গভীর শোক প্রকাশ করেন। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক বিবৃতিতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক নেতা জিয়াউল হকের মায়ের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু ও ক্রীড়া, সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ। এছাড়া শোক প্রকাশ করেছেন যশোর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবির রিটন ও সদস্য সচিব শিকদার খালিদসহ সকল সদস্য।