বেনাপোল কাস্টমসের সোনা চুরি মামলায় আটক রাজস্ব কর্মকর্তা রিমান্ডে

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বেনাপোল কাস্টমস হাউসের সোনা চুরি মামলায় আটক ভোল্ট ইনচার্জ সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সর্দারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। আটক শাহিবুল রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বাধুঁলী খালপাড়ার মৃত জালাল সরদারের ছেলে। উল্লেখ্য, ২০১৯ সালের ৭ নভেম্বরের রাত ৮ টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যে কোনো সময় বেনাপোল কাস্টমস হাউজের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের তালা ভেঙে চোরেরা ফাইল ক্যাবিনেট খুলে ১৯ কেজি ৩শ’১৮ দশমিক ৩ গ্রাম সোনা চুরি হয়। এই লকারের চাবি শাহিবুলের কাছে থাকতো।