বাঘারপাড়া থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া থানার দুই পুলিশ কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে কেউ কেউ মনে করছেন। তবে এ বিষয়ে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, মঙ্গলবার বাঘারপাড়া থানায় কর্মরত এসআই তোবারক আলী ও এসআই হরশিত রায়কে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এ ব্যাপারে বাঘারপাড়া থানা পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, পুলিশ সুপারের মৌখিক আদেশে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে তা তিনি জানেন না। পুলিশ প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম জানান, দুজন এসআইকে প্রত্যাহারের বিষয়টি তার জানা নেই। অপরদিকে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের কাছে মোবাইল ফোন করা হলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনায় থানায় মামলাও হচ্ছে। হয়তো এসব কোনো কারণে পুলিশের দুজন কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহর করা হয়েছে বলে কেউ কেউ মনে করছেন।