ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে জাতীয় যুব জোটের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ ধর্মের নামে রাজনৈতিক ফতোয়াবাজ রুখে দাড়ানো, বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ অন্যান্য ভাস্কর্য ভাঙচুরকারী, হুমকিদাতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাসদের অঙ্গসংগঠন জাতীয় যুব জোট যশোর জেলা শাখা। গতকাল বিকেল ৪টা হতে ৫টা পর্যন্ত শহরের গাড়িখানা রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহসভাপতি আহসান উল্লাহ ময়না, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস। সভাপতিত্ব করেন জেলা জাতীয় যুবজোটের সভাপতি সোহেল আহমেদ। বক্তারা বলেন, শাপলা চত্ত্বরের ঘটনায় আজও একটি মামলা হয়নি। এসব কারণে ধর্মের নামে এক শ্রেণির লোক ভাস্কর্য ভাঙতে সাহস পাচ্ছে। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ড করতে সাহস পাচ্ছে। এ পরিস্থিতিতে ওইসব ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার ও শাস্তি প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান।