বিজয়ের মাস

0

মাসুদ রানা বাবু ॥ ৯ ডিসেম্বর ১৯৭১। একাত্তরের এইদিনে মুক্তিযোদ্ধারা দেশের চারিদিক থেকে ঢাকা দখলের জন্যে এগিয়ে যেতে থাকেন। কেননা, ইতিমধ্যে মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সহযোগিতায় যশোর সিলেট ও কুমিল্লা সেনানিবাসসহ দেশের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল দখলে নিয়েছেন। এছাড়া প্রতি মুহূর্তেই দেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাদের বিজয়ের খবর আসছিল। এবার মুক্তিযোদ্ধাদের কাছে ছিল ঢাকা দখলের পালা। সে লক্ষ্যেই ঢাকার দিকে অগ্রসর হতে থাকে যৌথবাহিনী। পাশাপাশি সেদিন পাকিস্তানি সেনাঘাঁটির ওপর ভারতীয় মিত্রবাহিনীর বিমান হামলা আরও জোরদার হয়। ঢাকা অভিমুখে রণাঙ্গনেও যৌথবাহিনীর হামলা চলে সমানতালে। এতে পিছু হঠতে থাকে পাকবাহিনী যুদ্ধের এ পর্যায়ে এসে মুক্তিকামী জনতার প্রায় সবাই স্থির বিশ্বাসে পৌঁছে যায় যে, জয় আর বেশি দূরে নয়।