বাঘারপাড়ায় মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার পাইকগাছা গ্রামে গতকাল বিকেলে দু’টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে গোপাল দেবনাথ (২৩) নামে এক পুলিসদস্য নিহত ও একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত গোপাল দেবনাথ পাইকপাড়া গ্রামের কার্তিক দেবনাথের পুত্র। তিনি খুলনা জেলা পুলিশ লাইনের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে গোপাল দেবনাথ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পাইকপাড়া গ্রামের ভেতর বিপরীত দিক থেকে আসা মিঠু নামে এক পথচারীর মোটরসাইকেলের সাথে গোপাল দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হলে তাদের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টা ১০ মিনিটে ডাঃ মিনারুল গোপাল দেবনাথকে মৃত ঘোষণা করেন এবং মিঠুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা আড়াই’শ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। মিঠু একই উপজেলার ভায়না গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র। ডাঃ মিনারুল জানিয়েছেন, গোপাল দেবনাথের বুকে আঘাত লেগেছে। আঘাতের কারণে তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মাথায়ও আঘাত লেগেছে। হেড ইনজুরির কারণে তার মৃত্যু হয়েছে, মিঠুও মারাত্মক আহত। অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।