চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে অ্যাম্বুলেন্স চালক তিন মাস নিখোঁজ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী অ্যাম্বুলেন্স চালক মোঃ গোলাপ হাসানকে পাওয়া যাচ্ছে না। গত ৩ মাস ধরে তিনি নিখোঁজ রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বার বার চিঠি দিয়েও তার সাথে যোগাযোগ করতে পারিনি। চাকরি দেয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে তিনি প্রায় ২৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সূত্র জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় চলতি মাসের প্রথম সপ্তাহে অ্যাম্বুলেন্স চালক মোঃ গোলাপ হাসান সম্পর্কে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, হাসপাতালের ৩টি অ্যাম্বুলেন্স সচল রয়েছে। অ্যাম্বুলেন্স চালক এখন দু’জন। চালক অভাবে একটা অ্যাম্বুলেন্স অকেজো অবস্থায় পড়ে আছে। আউটসোর্সিং কর্মচারী গোলাপ হাসান গত ২৩ সেপ্টেম্বর কাউকে কিছু না জানিয়ে চলে যায়। ৩১ অক্টোবর ও ২৯ নভেম্বর বিস্তারিত জানিয়ে তার কাছে পত্র প্রেরণ করা হয়েছে। কিন্তু কোন জবাব পাওয়া যায়নি। তার সন্ধানও মেলেনি। মোঃ গোলাপ হাসান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দগঞ্জ গ্রামের আহসানুর হাবিবের পুত্র। ২০১৯ সালের গত ১৬ সেপ্টেম্বর অ্যাম্বুলেন্স চালক হিসেবে আউটসোর্সিং বিভাগে নিয়োগ দেয়া হয়েছিল। এদিকে কর্মচারীরা জানিয়েছেন, গোলাপ অনেক ক্ষমতার অধিকারী। যাকে তাকে তিনি চাকরি দিতে পারেন। এসব কথা জাহির করে হাসপাতালের কর্মচারী দিলীপ কুমারের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা, নিরাপত্তা প্রহরী আব্দুল মান্নানের কাছ থেকে ২ লাখ টাকা, জনি নামে একজনকে চাকরি দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা বাগিয়ে গোলাপ হাসান পালিয়েছেন বলে অপর অ্যাম্বুলেন্স চালক মোশারফ হোসেন জানিয়েছেন।