রোকেয়া দিবস আজ

0

স্টাফ রিপোর্টার॥ আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪০তম জন্ম ও ৮৭তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতার ভাগলপুরে মৃত্যুবরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়। এদিকে বেগম রোকেয়া পদক-২০২০ প্রদানের জন্য পাঁচ বিশিষ্ট নারী ব্যক্তিত্বের মনোনয়ন চূড়ান্ত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ বছর বেগম রোকেয়া পদকের জন্য চূড়াান্তভাবে মনোনীত নারীরা হলেন- নারী শিায় অধ্যাপক ড. শিরীণ আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর মতায়নের েেত্র কর্নেল (ডা.) নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের েেত্র মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের েেত্র বেগম মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) এবং নারী অধিকারে অবদানের েেত্র বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। আজ বুধবার সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ শিশু অ্যাকাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক- ২০২০ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এদিকে দিবসটি উপলে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।