আন্তর্জাতিক সংবাদ

0

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গৃহবন্দির অভিযোগ
লোকসমাজ ডেস্ক॥ ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করার অভিযোগ তুলেছে তার আম আদমি পার্টি। দলের প থেকে বলা হয়েছে, সোমবার সিংঘু সীমানায় কৃষকদের সঙ্গে দেখা করে আন্দোলনে সমর্থন জানানোর পর এমন পরিস্থিতিতে পড়লেন তিনি। কেজরিওয়ালের দল আম আদমি পার্টির টুইট থেকে জানানো হয়েছে, কাউকেই তার বাড়িতে প্রবেশ করতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। বাড়িরর চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। টানা ১২ দিন ধরে কৃষক সংগঠনগুলো তাদের বিােভ জারি রেখেছে কেন্দ্রীয় সরকারের আনা ৩টি কৃষি আইনের বিরুদ্ধে। দিল্লি সরকারের প থেকে কৃষকদের জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতেই সোমবার সিংঘু বর্ডারে যান মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল-ই দিল্লির প্রথম এমন মুখ্যমন্ত্রী, যিনি কেন্দ্রের বিরুদ্ধে চলা বিােভের পরিদর্শনে যান। তিনি বলেন, ‘কৃষকদের সব রকম দাবিকে আমি সমর্থন করি। এই বিােভের যথেষ্ট কারণ আছে। আমি এবং আমাদের দলের নেতারা প্রথম থেকেই কৃষক নেতাদের পাশে আছি।’ ‘আন্দোলনের শুরুতে দিল্লি ৯টি স্টেডিয়ামকে জেলে রূপান্তরিত করার জন্য আমাদের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু চাপের মুখেও আমি অনুমতি দিইনি।’ তিনি বলেন, ‘আমি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, স্বেচ্ছাসেবক হিসেবেই এসেছি।’

প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরামন্ত্রী পাচ্ছে যুক্তরাষ্ট্র
লোকসমাজ ডেস্ক॥ সাবেক সেনা অফিসার লয়েড অস্টিনকে প্রতিরামন্ত্রী করতে যাচ্ছেন জো বাইডেন। যদি অস্টিন প্রতিরামন্ত্রী হন তাহলে তিনিই হবেন পেন্টাগনের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরামন্ত্রী। তার আগে অবশ্য অস্টিনের নিয়োগ মার্কিন কংগ্রেসকে অনুমোদন করতে হবে। কারণ সেদেশের আইন অনুসারে অবসর নেওয়ার কমপে সাত বছর পরে কোনো সেনাকর্মী অসামরিক পদে বসতে পারেন। অস্টিন অবসর নিয়েছেন ২০১৬ সালে। তাই তার েেত্র কংগ্রেসকে বিশেষ ছাড় দিতে হবে। অস্টিনের পাশাপাশি প্রতিরামন্ত্রী হিসেবে মাইকেল ফারনয়ের নামও শোনা যাচ্ছিল। কিন্তু মার্কিন মিডিয়ার খবর, মন্ত্রিসভায় আরো সংখ্যালঘু প্রতিনিধি দিতে চেয়েছেন বাইডেন। তাছাড়া তিনি প্রচারের সময় বারবার কৃষ্ণাঙ্গদের গুরুত্ব দেয়ার এবং বহুত্ববাদের কথা বলেছেন। তাই তিনি অস্টিনকেই বেছে নিচ্ছেন। এই সাবেক জেনারেল ৪১ বছর সেনাবাহিনীতে ছিলেন। তিনি ইরাকে মার্কিন সেনার নেতৃত্ব দিয়েছেন। ওবামার টিমেও ছিলেন। ২০১২ সালে তিনি মার্কিন সেনাবাহিনীর প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস চিফ অফ স্টাফ হন। বাইডেন ইতিমধ্যে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হিসেবে একজন নারীকে বেছে নিয়েছেন। সিআইএ প্রধান এবং রাজস্ব সচিবও নারী। ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পকে হারান। ট্রাম্প পান ২৩৪ ভোট। রিপাবলিকানরা এই ফল প্রত্যাখ্যান করে আন্দোলন করছেন। ট্রাম্পের প্রচার শিবিরের ভোট কারচুপির মামলাগুলো খারিজ হয়ে গেছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে বাইডেনের।

ইসরায়েল প্রশ্নে সৌদি রাজপ্রাসাদে মতভেদ
লোকসমাজ ডেস্ক॥ ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সম্পর্কের স্বাভাবিককরণে ঠেলে দিয়ে এখন সৌদি আরব নিজে পিছিয়ে যাচ্ছে। এ ধরনের ইঙ্গিত পেয়ে হতাশা ইসরায়েল শিবিরে। এর পেছনে সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদের মতভেদই প্রধান কারণ। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়। মঙ্গলবারের এ প্রতিবেদনে বলা হয়, গত দুদিনে সৌদি রাজপরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সদস্যের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা শোনা গেছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইসরায়েলি নেতারা। সৌদি আরব পিছিয়ে গেলে বাকি আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ভবিষ্যৎ কী দাঁড়াবে তা নিয়েই উদ্বেগ। নভেম্বরে সৌদি আরবের নিওম শহরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে গোপন এক বৈঠকের পর পর্যবেকেরা বলতে শুরু করেন যে সৌদি আরব-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক এখন সময়ের ব্যাপার মাত্র। এ ছাড়া ইসরায়েলের জন্য আকাশ পথও খুলে দেয় দেশটি। যদিও সৌদি আরব বৈঠকের কথা অস্বীকার করেছে, কিন্তু ইসরায়েল সরকারের মৌনতা এবং পশ্চিমা গোয়েন্দাদের ইঙ্গিতের ভিত্তিতে প্রায় সবাই নিশ্চিত যে বৈঠকটি হয়েছিল। এ দিকে বাহরাইনের রাজধানী মানামায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এক সম্মেলনে যোগ দিতে গিয়ে শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান এক সাাৎকারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যে সব কথা বলেন,তাতে সৌদি মনোভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।