করোনায় মৃত্যু ৬৯০০ ছাড়ালো

0

লোকসমাজ ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩২ জনের মৃত্যু শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৯০৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দুই হাজার ২০২ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত চার লাখ ৮১ হাজার ৯৪৫ জন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) করোনা সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ২০০টি। নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮৪টি। এখন পর্যন্ত ২৮ লাখ ৯৪ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭১ জন। এখন পর্যন্ত সুস্থ চার লাখ এক হাজার ১৯৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ৮৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৬৫ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮২ দশমিক ২৪ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং সাত জন নারী। এখন পর্যন্ত পুরুষ পাঁচ হাজার ২৮০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬২৬ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন এবং বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে একজন করে। ২৪ ঘণ্টায় ৩২ জনেই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।