ওয়ানডে সিরিজ উল্টে গেল টি-টোয়েন্টিতে, হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ ওয়ানডে সিরিজের ফলটা একদম উল্টে গেল টি-টোয়েন্টিতে। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল অস্ট্রেলিয়া, শেষটিতে জিতে হোয়াইটওয়াশ এড়ায় ভারত। এবার প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করে ফেলে ভারত। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি জিতে ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া। সিডনিতে মঙ্গলবার ভারতকে ১২ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া। ৫৩ বলে ৭ চার আর ২ ছক্কায় ওপেনার ম্যাথু ওয়েড খেলেন ৮০ রানের ঝড়ো এক ইনিংস। স্মিথ ২৩ বলে ২৪ আর গ্লেন ম্যাক্সওয়েল ৩৬ বলে ৩টি করে চার-ছক্কায় করেন ৫৪ রান।
জবাবে শুরুতেই লোকেশ রাহুলকে হারানোর (শূন্য রানে ১ উইকেট) পর একটা সময় ১০০ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়লেও বিরাট কোহলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। সেই স্বপ্নের পালে আরেকটু হাওয়া লাগান সিরিজজুড়ে দুর্দান্ত খেলা হার্দিক পান্ডিয়া। কিন্তু ১৩ বলে ১ চার আর ২ ছক্কায় ২০ রান করা হার্দিক ১৮তম ওভারে ফেরার পর পরের ওভারেই কোহলিও সাজঘরের পথ ধরলে আর তীরে তরী ভেড়াতে পারেনি ভারত। ৬১ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৫ রান করেন কোহলি। এছাড়া ওপেনিংয়ে নেমে শিখর ধাওয়ান করেছিলেন ২১ বলে ২৮ রান। সবমিলিয়ে ভারতের ইনিংস থামে ৭ উইকেটে ১৭৪ রানে। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মিচেল সোয়েপসন। ৪ ওভারে ২৩ রান খরচায় ৩টি উইকেট নেন এই লেগস্পিনার।