মনিরামপুরে আ.লীগ নেতা কামরুজ্জামানকে মেয়র প্রার্থী করার দাবিতে মিছিল

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ আসন্ন পৌরসভা নির্বাচনে যশোরের মনিরামপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র কামরুজ্জামানকে দলীয় মেয়র প্রার্থী করার দাবিতে সোমবার বিকেলে পৌরশহরে মিছিল বের করা হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নেন। মহিলা কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সহসভাপতি আবুল কাশেম ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।