মোরেলগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে সোমবার দুপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাড.শাহ-ই-আলাম বাচ্চু এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। চলতি রবি মৌসুমে গম, ভুট্টা সরিষা, সূর্যমুখী, টমোটো, মরিচ, গ্রীষ্মকালীন মুগ, হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দফতরের আয়োজনে ১৬ ইউনিয়নের ১ হাজার ৬৭০ জন চাষিকে বীজ ও সার দেয়া হয়।