যশোর উপশহর থেকে ইজিবাইক চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর ই ব্লকের ১৪৩ নম্বর বাড়ির সামনে থেকে একটি ইজিবাইক চুরি হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় সোমবার লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ওই বাড়ির বাসিন্দা মৃত ফজলুর রহমানের ছেলে শাহিনুজ্জামান অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তার বোরাক নামের হলুদ রংয়ের ইজিবাইকটি জীবিকার একমাত্র উৎস। গত রোববার দুপুর আড়াইটার দিকে ইজিবাইকটি বাড়ির সামনে রেখে দুপুরের খাওয়ার জন্য বাড়ির ভেতরে যান। তিনটার দিকে বাড়ির বাইরে বের হয়ে দেখেন ইজিবাইকটি নেই। অজ্ঞাত চোর বা চোরচক্র ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ইজিবাইকের সন্ধান করতে পারেননি। ফলে থানায় লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেক জানান, উপশহর এলাকা থেকে একটি ইজিবাইক চুরির অভিযোগ পেয়েছি। এটি উদ্ধারের চেষ্টা চলছে।